HSC 70 day full preparation bangla tips | ৭০ দিনে প্রস্তুতি সম্পন্ন করার টিপস

HSC 70 day full preparation with bangla tips

HSC ৭০ দিনে প্রস্তুতি সম্পন্ন করার টিপস 

How to gain full marks of hsc exam 2021. hsc tips and tricks 2021. new study tips 2021. kivabe valo study kora jai... full detail in bellow.


সুপ্রিয় পরীক্ষার্থী, নির্বাচনি পরীক্ষা শেষ। সামনেই HSC পরীক্ষা 2021। হাতে তেমন সময় নেই। কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত নিশ্চয়ই! স্বল্প সময়ে তোমার প্রস্তুতিকে পূর্ণাঙ্গ রূপ প্রদানের লক্ষ্যে আমরা দীর্ঘদিনের গবেষণা, শ্রম ও মেধার সম্মিলন ঘটিয়ে Upgraded Digital Version-এ প্রকাশ করলাম SURE SUCCESS HSC Test Paper With Made Easy। ৮ বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার টেস্ট পেপারসগুলোতে নেই কোনো অপ্রয়োজনীয় বিষয়ের অহেতুক বাড়াবাড়ি। সব ধরনের পরীক্ষার্থীর কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় Exclusive Items-এর সমন্বয়ে সাজানো হয়েছে টেস্ট পেপারসের প্রতিটি বিষয়। বিশেষ করে প্রতিটি বিষয়ের কলেবর এমন রাখা হয়েছে যাতে ৭০ দিনে প্রস্তুতি সম্পন্ন করা সহজ হয়। তাই আর দেরি নয়, এসো জেনে নিই SURE SUCCESS HSC Mega Test Paper With Made Easy অনুশীলনে কীভাবে ৭০ দিনে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করবে


প্রস্তুতি পর্ব-১ :

দিন ১

টেস্ট পেপারস হাতে নিয়ে টেবিলে বসে যাও। এ সময় তোমার প্রথম কাজ হবে প্রয়োজনীয় বিষয় সম্পর্কে এক নজরে ধারণা নেওয়া। অর্থাৎ প্রতিটি বিষয়ের সূচি অংশে চোখ বুলিয়ে জেনে নাও, কোন কোন Part কীভাবে উপস্থাপন করা হয়েছে। ইচ্ছে করলে প্রয়োজনীয় বিষয়ে Part-সমূহের অনুশীলন সম্পর্কেও একটি ছক তৈরি করে নিতে পারো।

প্রস্তুতি পর্ব-২ :

দিন ২-৩

এ ২ দিন তুমি সৃজনশীল ও সৃজনশীল বহির্ভূত বিষয়গুলোর নিম্নলিখিত Item-সমূহ অনুশীলন করবে —
সৃজনশীল বিষয় : বিগত বছরের HSC পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর ফলাফল ছিল ঈর্ষণীয়। এ বিষয়টি মাথায় রেখে সৃজনশীল বিষয়গুলোতে আমরা ক্যাডেট কলেজসমূহের প্রশ্নপত্র ও উত্তরমালা সংযোজন করেছি। তাই ২য় ও ৩য় দিন তুমি ক্যাডেট কলেজগুলোর সৃজনশীল ও বহুনির্বাচনি অংশের প্রশ্নপত্র ও উত্তরমালা ভালোভাবে অনুশীলন করবে।

ইংরেজি প্রথম, দ্বিতীয় ও বাংলা দ্বিতীয় পত্র : একমাত্র আমরাই সকল বিষয়ে সর্বাধিক ক্যাডেট কলেজের প্রশ্নপত্র সংযোজনের অনন্য কৃতিত্বের দাবিদার। টেস্ট পেপারস-এ সংযোজিত ক্যাডেট কলেজগুলোর নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরমালা ভালোভাবে অনুশীলন করো; এতে তোমার আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে।


প্রস্তুতি পর্ব-৩ :

দিন ৪-৮

এ পর্যায়ে তোমার অনুশীলন পর্বটি নির্বাচনি পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্র ও উত্তরমালার মধ্যেই সীমাবদ্ধ রাখা হলো—
একমাত্র এ টেস্ট পেপারস-এ প্রতিটি সৃজনশীল বিষয়ে সংযোজিত হয়েছে GPA-5 ও Top 20-এর ভিত্তিতে সকল বোর্ডের সর্বাধিক শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নপত্র। এ দিন তুমি সৃজনশীল অংশের প্রতিটি প্রশ্নপত্র ভালোভাবে অনুশীলন করবে এবং ভেবেচিন্তে যথাযথ উত্তর করার চেষ্টা করবে। উত্তর করতে না পারলে বিষয় শিক্ষক বা বন্ধুর সহযোগিতা নিবে।এছাড়াও তোমাদের সহযোগিতার জন্য রয়েছে বিষয়ভিত্তিক টেস্ট পেপারস মেইড ইজি। সেরা প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মেইড ইজিগুলো এখনই নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নাও। এর ফলে-
কোন কোন অধ্যায় HSC পরীক্ষায় গুরুত্বপূর্ণ সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।

সৃজনশীলতা বৃদ্ধি পাবে; যা সৃজনশীল ধারার যেকোনো ধরনের সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে সহায়তা করবে।


প্রস্তুতি পর্ব-৪ : 

দিন ৯

এ দিন তোমার অনুশীলনের অনুষঙ্গ হিসেবে থাকবে মাস্টার ট্রেইনার প্যানেল প্রদত্ত ‘অভিনব অনুশীলন নির্দেশনা’। SURE SUCCESS HSC Test Papers With Made Easy-এ সৃজনশীল ধারার বিষয়গুলোতে অনুশীলনের জন্য নির্দেশনা দেওয়া আছে, যা অনুসরণের মাধ্যমে তুমি জানতে পারবে কোন কোন অনুচ্ছেদ সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন কোন অনুচ্ছেদ বা অংশে জোর দিয়ে অনুশীলন করতে হবে তা অনুশীলন নির্দেশনার আলোকে জানতে পারবে।

প্রস্তুতি পর্ব-৫ :

দিন ১০-২০

কেবল আমরাই সংযোজন করেছি সৃজনশীল ধারার বিষয়ে সর্বাধিক বহুনির্বাচনি প্রশ্নপত্র ও উত্তরমালা। এ ১১ দিন তুমি SURE SUCCESS HSC Test Paper With Made Easy-এ সংযোজিতTop 20 ও GPA-5 এর ভিত্তিতে সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলগুলোর বহুনির্বাচনি প্রশ্নপত্রের উত্তর করার চেষ্টা করবে। উত্তর করার পর উত্তরের সঠিকতা যাচাইয়ের জন্য প্রশ্নের শেষে প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে নেবে। এর ফলে তুমি-
বহুনির্বাচনি অংশে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে।
যেকোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করার জন্য যোগ্য হবে।

প্রস্তুতি পর্ব-৬ : 

দিন ২১-২৩

ইংরেজি, গণিত ও উচ্চতর গণিত বিষয়ে প্রশ্নপত্রের ধরন কী রকম হবে তা নির্ধারণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ডসমূহ নমুনা প্রশ্নপত্র ও উত্তরমালা প্রণয়ন করে এবং স্ব-স্ব ওয়েবসাইটে তা প্রকাশ করে। বিভিন্ন বোর্ডের ওয়েবসাইট হতে সংগৃহীত এসব নমুনা প্রশ্নপত্র ও উত্তরমালার যথাযথ অনুশীলন তোমার পরীক্ষা-প্রস্তুতি গ্রহণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে।


প্রস্তুতি পর্ব-৮ :

দিন ৪১-৬০

এ পাঠটিকে অনেকটা চূড়ান্ত পাঠ হিসেবেও বিবেচনা করা যায়।
সৃজনশীল বিষয় : সৃজনশীল বিষয়সমূহের জন্য SURE SUCCESS HSC Test Paper With Made Easy দিচ্ছে ১০০% কমন উপযোগী সৃজনশীল ও বহুনির্বাচনি এক্সক্লুসিভ সাজেশন্স ও প্রশ্নব্যাংক। তাই তোমার এ ২০ দিন ব্যয়িত হবে সাজেশন্স অনুশীলনে। এতদিন তুমি সৃজনশীল ধারার বিষয়গুলোতে বিভিন্ন অংশ Practice করেছ। এখন সাজেশন্স অংশটি সামনে রেখে তার জবারংব শুরু করবে।
অন্যান্য বিষয় : অন্যান্য বিষয়েও ১০০% কমনের নিশ্চয়তায় রচনামূলক ও নৈর্ব্যক্তিক এক্সক্লুসিভ সাজেশন্স রয়েছে। এ কয়দিন প্রতিটি বিষয়ের সাজেশন্সের উত্তর ভালোভাবে Practice করবে।

মনে রেখো, SURE SUCCESS এক্সক্লুসিভ সাজেশন্স মানেই ১০০% কমনের নিশ্চয়তা। তাই সংক্ষিপ্ত আকারে প্রদত্ত প্রতিটি বিষয়ের সাজেশন্স অনুশীলনের মাধ্যমে পূর্ণাঙ্গ হোক তোমার পরীক্ষা-প্রস্তুতি।




প্রস্তুতি পর্ব-৯ :

দিন ৬১-৬২

CD ও ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক সৃজনশীল ও বহুনির্বাচনি সাজেশন্স ও প্রশ্নব্যাংক দেওয়া আছে। এ ২ দিন এসব সাজেশন্স ও প্রশ্নব্যাংকের অনুশীলন সম্পন্ন করবে।

প্রস্তুতি পর্ব-১০ :

দিন ৬৩-৬৫

যদি তোমার কোনো বিষয়ে ব্যবহারিক থাকে, তবে এ সময় উক্ত বিষয়ের ব্যবহারিক অংশে প্রদত্ত বোর্ড প্রশ্নপত্রের ওপর চোখ বুলিয়ে নিবে। এরপর মৌখিক পরীক্ষার প্রশ্নোত্তরের অনুশীলন সম্পন্ন করবে।

প্রস্তুতি পর্ব-১১ :

দিন ৬৬-৭০

এ ৫ দিন তোমার প্রস্তুতিতে থাকবে পাঁচমিশালি বিষয়। অর্থাৎ তুমি যে যে বিষয়ে দুর্বল সে সে বিষয়ে পুনরায় চোখ বুলিয়ে নেবে। SURE SUCCESS HSC Test Paper With Made Easy অনুসরণে ৭০ দিনের পূর্ণাঙ্গ প্রস্তুতির মাধ্যমে পূর্ণ হোক তোমার প্রত্যাশা।

প্রস্তুতি টি যদি কোন উপকারে আসে তবে আমাদের পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ।



Post a Comment

0 Comments