Emotional story bangla emotion sad story of a boy

আবেগি মনের আবেগ প্রকাশ। আবেগি ছেলে।

এ পৃথিবীতে একটা ছেলের জীবন মানেই এক মহা সংগ্রাম। একটা ছেলের জীবন মানেই এক যুদ্ধ খেত্র। এই যুদ্ধের মাঠে জয়ী হতে পারলে জীবন সফল আর না হতে পারলে নেমে আসে এক কঠিন অন্ধকার আর অবহেলা। ছোট বেলা থেকে একটা ছেলেকে তার জীবন নিয়ে ভাবতে হয়। ভাবতে হয় তার পরিবার নিয়ে। ভাবতে হয় তার ছোট ভাই বা বোনকে নিয়ে। শত বাধা অতিক্রম করে আগাতে হয় তার ভবিষ্যৎ জীবনের দিকে। কখনো খেয়ে কখনো বা না খেয়ে কষ্ট করে হাজার প্রতিযোগিতাকে পাড়ি দিয়ে একটা ইনকাম এর উৎস তৈরি করতে হয়। যা দ্বারা পরিচালিত হয় তার জীবন ও তার পরিবার। তাই বলছি একটা ছেলের জীবন এতো সহজ নয়। এটা বলিষ্ঠ, উদ্যোগী, সংগ্রামী জীবন। এ জীবন নিয়ে কেউ ছলনা করতে এসো না। পুরে ছাই হয়ে যাবে।



আবেগি ছেলে।

Post a Comment

0 Comments