OnePlus Nord CE 3 Lite 5G স্পেসিফিকেশন লঞ্চের আগে প্রকাশ করা হয়েছে

OnePlus তাদের Nord সিরিজের নতুন স্মার্টফোন OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে অনেক মাধ্যম থেকে ফোনটির অন্যান্য তথ্য সম্পর্কে অনেক গুজব প্রকাশ পেয়েছে। স্মার্টফোনটি এপ্রিল এর ৪ তারিখে বাজারে লঞ্চ হতে চলেছে। তবে এর আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রকাশ করা হয়েছে নতুন এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন।

স্মার্টফোনটি তার মডেল নম্বর CPH2467 সহ প্রকাশ পেয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে থাকবে একটি অক্টা-কোর প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে ৪টি 2.2 GHz এবং ৪টি 1.7 GHz ক্লক স্পিড সম্পন্ন মোট ৮টি কোর। চিপসেট টি তে থাকছে Adreno 619 GPU. প্রসেসরটির এসব তথ্য এটাই স্পষ্ট করে যে, স্মার্টফোনটি Snapdragon 695 চিপসেট এর সাথে আসছে। এছাড়াও স্মার্টফোনটি Android 13 অপারেটিং সিস্টেম, ফোনটিতে কাস্টম ইউআই হিসেবে রয়েছে Oxygen OS 13 ও 8GB RAM সহ বাজারে আসবে।

স্পেসিফিকেশন (Specifications):

প্রকাশিত তথ্যমতে, Nord CE 3 Lite 5G ফোনটিতে 8GB RAM থাকবে। তবে অনুমান করা যায় যে ফোনটিতে আরোকিছু RAM এর সংস্করণ থাকবে। এছাড়া ফোনটিতে বেশকিছু স্টোরেজ মেমরি এর সংস্করণ থাকবে। ডিভাইসটিতে থাকবে অ্যান্ড্রয়েড এর সর্বশেষ ওএস অ্যান্ড্রয়েড 13 এবং এর কাস্টম ইউআই হিসেবে থাকবে Oxygen OS 13.

OnePlus Nord CE 3 Lite 5G specs revealed before launch

ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চি, FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল। মোবাইলটির দৈর্ঘ্য(লম্বা) ১৬৫.৫ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৬ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৮.৩ মি.মি. এবং এর ওজন ১৯৫ গ্রাম।

ফোনটির পিছনে থাকছে ১০৮ মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরা সহ ২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল এর ত্রিপল ক্যামেরা সেটআপ মডিউল। ফোনটির সামনের দিকে থাকছে ১৬ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। মোবাইলটি 5,000mAh ব্যাটারি সহ বাজারে আসতে পারে যা 67W দ্রুত চার্জিং সমর্থন করবে।

OnePlus Nord CE 3 Lite 5G সম্পর্কে আরও জানুন . . .

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post OnePlus Nord CE 3 Lite 5G স্পেসিফিকেশন লঞ্চের আগে প্রকাশ হয়েছে appeared first on BDPrice.com.bd.



from BDPrice.com.bd https://ift.tt/9L5REPX
via IFTTT