লঞ্চ হয়েছে Oppo Reno8 T সিরিজ

লঞ্চ হয়েছে Oppo এর Reno8 T সিরিজ এর দুইটি স্মার্টফোন

২০২২ সালের মধ্যবর্তী সময়ে Oppo বাজারে নিয়ে এসেছিল Reno 8 সিরিজ। Reno 8 সিরিজটিও প্রকাশ করেছে ২০২২ সালের শেষের দিকে। তবে ২০২৩ এর ফেব্রুয়ারী মাসের প্রথম দুই দিনেই প্রকাশ করলো Oppo Reno 8T সিরিজ। Reno 8 সিরিজ টিতে রয়েছে দুইটি স্মার্টফোন। স্মার্টফোন দুইটি হল Oppo Reno8 T এবং Oppo Reno8 T 5G

Oppo Reno8 T Specification:

Reno8 T মোবাইলটির দৈর্ঘ্য(লম্বা) ১৬০.৮ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৩.৮ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৭.৮ মি.মি. এবং এর ওজন ১৮০ গ্রাম। স্মার্টফোনটি Black Starlight এবং Orange Sunset মোট ২টা রঙের সাথে বাজারে এসেছে। Reno8 T তে রয়েছে ৬.৪৩ ইঞ্চি, 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন এর AMOLED ডিসপ্লে। স্মার্টফোনটির পিছনে রয়েছে ১০০+২+২ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

স্মার্টফোনটি Mediatek MT8781 Helio G99 (6nm) প্রসেসর দ্বারা চালিত। এতে রয়েছে সর্বমোট আটটি কোর, প্রসেসরটিতে Mali-G57 MC2 GPU রয়েছে। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ এবং ফোনটিতে কাস্টম ইউআই হিসেবে রয়েছে ColorOS 13। স্মার্টফোনটি 8GB র‍্যামের সাথে আসে এবং এটি 256GB স্টোরেজ এর সাথে আসে।

ডিভাইসটিতে একটি নন-রিমুভেবল Li-Po 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টোরেজ হিসেবে। স্মার্টফোনটিতে থাকতে পারে একটি 33W এর দ্রুততম চার্জিং সিস্টেম। যার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 1:05 ঘণ্টা সময় নেবে। ডিভাইসটির সিকিউরিটিতে থাকছে ফেস রিকগনাইজেশন সিস্টেম এবং এর ডিসপ্লেতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo Reno8 T সম্পর্কে আরও জানুন . . .


Oppo Reno8 T 5G Specification:

Reno8 T 5G মোবাইলটির দৈর্ঘ্য(লম্বা) ১৬২.৩ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৪.৩ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৭.৭ মি.মি. এবং এর ওজন ১৭১ গ্রাম। স্মার্টফোনটি Black Starlight (Midnight Black) এবং Dawn Gold (Sunrise Gold) মোট ২টা রঙের সাথে বাজারে এসেছে। Reno8 T 5G এ রয়েছে ৬.৭ ইঞ্চি, 1080 x 2412 পিক্সেল রেজোলিউশন এর AMOLED ডিসপ্লে। স্মার্টফোনটির পিছনে রয়েছে ১০৮+২+২ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

স্মার্টফোনটি Qualcomm SM6375 Snapdragon 695 5G (6 nm) প্রসেসর দ্বারা চালিত। এতে রয়েছে সর্বমোট আটটি কোর, প্রসেসরটিতে Adreno 619 GPU রয়েছে। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ এবং ফোনটিতে কাস্টম ইউআই হিসেবে রয়েছে ColorOS 13। স্মার্টফোনটি 8GB র‍্যামের সাথে আসে এবং এটি 128GB/256GB স্টোরেজ এর সাথে আসে।

ডিভাইসটিতে একটি নন-রিমুভেবল Li-Po 4800 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টোরেজ হিসেবে। স্মার্টফোনটিতে থাকতে পারে একটি 67W এর দ্রুততম চার্জিং সিস্টেম। যার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪৪ মিনিটের মতো সময় নেবে। ডিভাইসটির সিকিউরিটিতে থাকছে ফেস রিকগনাইজেশন সিস্টেম এবং এর ডিসপ্লেতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo Reno8 T 5G সম্পর্কে আরও জানুন . . .


Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post লঞ্চ হয়েছে Oppo Reno8 T সিরিজ appeared first on BDPrice.com.bd.



from BDPrice.com.bd https://ift.tt/ZO82QnY
via IFTTT

Post a Comment

0 Comments