Walton Orbit Y21 স্মার্টফোনটি 1.61GHz Unisoc প্রসেসর সহ Geekbench-এ প্রকাশ পেয়েছে

Walton Orbit Y21 স্মার্টফোনটি 1.61GHz Unisoc প্রসেসর সহ Geekbench-এ প্রকাশ পেয়েছে

২০২২ এর সেপ্টেম্বর মাসে তাদের Orbit সিরিজের প্রথম স্মার্টফোন Walton Orbit Y50 প্রকাশ করে ওয়াল্টন। তখনকার প্রকাশিত মোবাইল ফোনটি ছিল বাজেট সেগমেন্ট এর গ্রাহকদের টার্গেট করে। স্মার্টফোনটি এর একটি মাত্র ভেরিয়েন্ট 4GB/64GB এর দাম 12,999 টাকা নির্ধারণ করেছিল ব্রান্ডটি। নতুন বছর ২০২৩ এর জানুয়ারী মাসে ওয়াল্টনের Orbit সিরিজের দ্বিতীয় স্মার্টফোন Walton Orbit Y21 এর কিছু স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে Geekbench-এ।

বর্তমান এর এই মোবাইল ফোনটিতে রয়েছে ARM Unisoc 1.61GHz প্রসেসর। এটি ইউনিসক এর Tiger T606 অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে ২টি 1.61GHz এর পারফরম্যান্স কোর এবং ৬টি 1.61GHz এর দক্ষতার কোর। এই প্রসেসরটি সহ ইতিমধ্যেই বেশকিছু স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে।

Walton Orbit Y21 smartphone has been spotted on Geekbench with a 1.61GHz Unisoc processor

Geekbench এর তথ্যমতে, Orbit Y21 ফোনটিতে 2GB RAM থাকবে। তবে অনুমান করা যায় যে ফোনটিতে আরোকিছু RAM এর সংস্করণ থাকবে। এছাড়া ফোনটিতে বেশকিছু স্টোরেজ মেমরি এর সংস্করণ থাকতে পারে। ডিভাইসটিতে থাকবে অ্যান্ড্রয়েড ওএস অ্যান্ড্রয়েড 12।

Geekbench 5 বেঞ্চমার্ক পরীক্ষায় Orbit Y21 ফোনটির একক-কোর স্কোর 272 এবং মাল্টি-কোর স্কোর 752 পয়েন্ট।

পূর্বে প্রকাশিত Walton Orbit Y50 ফোনটিতে ছিল একটি 6.82-ইঞ্চি INCELL IPS LCD ডিসপ্লে প্যানেল। ডিসপ্লেটতে 720 x 1640 পিক্সেল রেজোলিউশনের এবং 2.5D কার্ভড গ্লাস সমৃদ্ধ প্যানেল।

স্মার্টফোনটির পিছনে একটি LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল ক্যামেরা ইউনিট রয়েছে যার প্রধান ক্যামেরা রয়েছে 13-মেগাপিক্সেল এর। ডিভাইসটির সেলফি ক্যামেরাতে রয়েছে 8-মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটিতে 4200 mAh এর একটি বিশাল পাওয়ার হাউস বা, ব্যাটারি আছে। ব্যাটারিটি চার্জ করতে এর সাথে রয়েছে রেগুলার 10W চার্জিং সিস্টেম। এছাড়া এটিতে পিছনের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোন দুইটির সাথে তুলনা করলে Orbit Y21 ফোনটি Orbit Y50 স্মার্টফোনটির চেয়ে কিছুটা নিম্নমান ও দাম এর সাথে বাজারে আসতে পারে। ওয়াল্টন তাদের Walton Orbit Y21 এর স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য জানায় নাই। সঠিক তথ্য জানতে তাদের লঞ্চ ইভেন্টের জন্য অপেক্ষা করতে হবে।

Walton Orbit Y21 সম্পর্কে আরও জানুন . . .

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post Walton Orbit Y21 স্মার্টফোনটি 1.61GHz Unisoc প্রসেসর সহ Geekbench-এ প্রকাশ পেয়েছে appeared first on BDPrice.com.bd.



from BDPrice.com.bd https://ift.tt/2AzIpNX
via IFTTT

Post a Comment

0 Comments