Walton Orbit Y20 6.52 ইঞ্চি ডিসপ্লে ও 1.6 GHz UNISOC প্রসেসর সহ লঞ্চ হয়েছে
২৮ শে জানুয়ারী ২০২৩ বাংলাদেশে লঞ্চ হল Walton Orbit Y20 স্মার্টফোন। ওয়াল্টন এর Orbit সিরিজের এটিই দ্বিতীয় স্মার্টফোন। তবে এটি এই সিরিজের দ্বিতীয় ফোন হলেও Walton Orbit Y50 এর সাথে রয়েছে অনেক পার্থক্য। নতুন এই Walton Orbit Y20 মোবাইলটির সঙ্গে অনেকাংশে Walton Primo R9 মোবাইলটির এর মিল রয়েছে। যাইহোক চলুন নতুন এই স্মার্টফোনটি সম্পর্কে জানি…
স্পেসিফিকেশন (Specifications):
মোবাইলটির দৈর্ঘ্য(লম্বা) ১৬৫.৮ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৬.৬ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৮.৭ মি.মি. এবং এর ওজন ২১২ গ্রাম। স্মার্টফোনটি মেটালিক ব্লু এবং ওসিয়ান গ্রে মোট ২টা রঙের সাথে বাজারে এসেছে। Walton Orbit Y20 ফোনটির সামনের দিকে রয়েছে গ্লাস এর তৈরি এবং এর বডি-ফ্রেম রয়েছে প্লাস্টিক এর তৈরি।
Orbit Y20 এ রয়েছে ৬.৫২ ইঞ্চি, 720×1600 পিক্সেল রেজোলিউশন এর INCELL IPS LCD ডিসপ্লে। স্মার্টফোনটির পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্ত ক্যামেরা এবং VGA ম্যাক্রো ক্যামেরা। প্রধান ক্যামেরাটিতে রয়েছে f/2.0 মাত্রার অ্যাপারচার, 4x ডিজিটাল জুম, সর্বোচ্চ 3264 x 2448 পিক্সেলের ছবি ও 1080 x 1920 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা। ফোনটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এতে রয়েছে f/2.2 মাত্রার অ্যাপারচার, সর্বোচ্চ 2592 x 1944 পিক্সেলের ছবি ও 720 x 1280 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা।
স্মার্টফোনটি 2GB র্যামের সাথে আসে এবং এটি 32GB স্টোরেজ এর সাথে আসে। ফোনটিতে মাইক্রোএসডি কার্ড যোগ করার অপশন রয়েছে। স্মার্টফোনটি UNISOC SC9863A প্রসেসর দ্বারা চালিত। এটি এমন একটি চিপসেট যা 28 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত। এতে রয়েছে সর্বমোট আটটি ARM Cortex-A55 কোর, যার 4টি 1.6 GHz পারফরম্যান্স কোর ও অন্য 4টি 1.2 GHz দক্ষতা কোর। প্রসেসরটিতে PowerVR GE8322 এর 550 MHz স্পীড সমৃদ্ধ GPU রয়েছে। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ এর Go এডিশন।
ডিভাইসটিতে একটি নন-রিমুভেবল Li-Polymer 4000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টোরেজ হিসেবে। স্মার্টফোনটিতে থাকতে পারে একটি 10W রেগুলার চার্জিং সিস্টেম। যার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 2:15 ঘণ্টা সময় নেবে।
Walton Orbit Y20 স্মার্টফোনটি 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সুবিধা সমর্থন করে। ডিভাইসটির সিকিউরিটিতে থাকছে ফেস রিকগনাইজেশন সিস্টেম এবং এর পিছনের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যান্য ওয়্যারলেস কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে Wi-Fi 802.11 b/g/n এবং Bluetooth 5.0 কানেকশন। ফোনটির 3.5 মিমি জ্যাকে তারযুক্ত হেডফোন কানেক্ট করতে পারবেন।
মূল্য:
ওয়াল্টন সবসময় এন্ট্রি লেভেল ও বাজেট লেভেল এর স্মার্টফোন নিয়ে আসে। যথানিয়মে Orbit Y20 এর 2GB/32GB মডেলটির মূল্য 8,999 টাকা নির্ধারণ করেছে ওয়াল্টন।
Walton Orbit Y20 সম্পর্কে আরও জানুন . . .
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post Walton Orbit Y20 1.6 GHz UNISOC প্রসেসর সহ লঞ্চ হয়েছে appeared first on BDPrice.com.bd.
from BDPrice.com.bd https://ift.tt/Pi7rZw3
via IFTTT
0 Comments