Vivo iQOO U6 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন TENAA প্রকাশ করেছে
বাজেট স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট এর জন্য বহুল পরিচিত ব্রান্ড Vivo, এবং এই ভিবো এর একটি শাখা ব্রান্ড হলো iQOO. দীর্ঘদিন ধরে iQOO তাদের বাজেট লেভেল এর স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট এ ফ্লাগশিপ বা, দামি ফোনের এক্সপেরিয়েন্স গ্রাহকদেরকে দিয়ে আসছে। বর্তমান সময়ে iQOO তাদের U-সিরিজের একটি নতুন ফোনের উপর কাজ করে চলেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি, TENAA সার্টিফিকেশন সাইটে iQOO ডিভাইসের V2230EA মডেল নম্বর এর একটি স্মার্টফোনের তথ্য প্রকাশ পেয়েছে। চায়নার বাজারে লঞ্চ করার উদ্দেশ্যে iQOO তাদের iQOO U6 নামে একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে। পূর্বে ফোনটির ছবি প্রকাশ করেছিল এবং এখন এটির স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য (Specifications & Features):
TENAA এর প্রকাশিত তথ্যমতে ফোনটিতে একটি 6.51-ইঞ্চি 720 x 1600 পিক্সেল রেজোলিউশনের LCD প্যানেল রয়েছে। HD+ ডিসপ্লেটিতে 60Hz এর চেয়ে রিফ্রেশ রেট সমর্থন করে। স্মার্টফোনটির দৈর্ঘ্য(লম্বা) ১৬৪.০৫ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৫.৬ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৮.১৫ মি.মি.।
এই ফোনটিতে মিডিয়াটেক এর ৫জি চিপসেট ডাইমেনসিটি 700 থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এতে রয়েছে আটটি পাওয়ারফুল কোর যার প্রাইম কোরটি 2.2Ghz ও Mali-G57 MC2 এর জিপিইউ। iQOO U6 ফোনটিতে রয়েছে 4GB, 6GB, 8GB ও 12GB র্যাম (RAM) ও 64GB, 128GB, 256GB ও 512GB ইন্টারন্যাল স্টোরেজ (ROM)। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13. ডিভাইসটি 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সুবিধা সমর্থন করবে।
ফোনটির পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ মডিউল। ক্যামেরা মডিউলটিতে থাকছে ১৩ মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরা, অন্যটি হলো 2 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির সামনের দিকে থাকছে ৫ মেগাপিক্সেল এর ফেস বা, সেলফি ক্যামেরা।
iQOO U6 ফোনটিতে 4910mAh বা 5000mAh এর ব্যাটারি থাকবে যা রিচার্জ করতে এর পাশাপাশি থাকবে 18W দ্রুত চার্জিং সিস্টেম। এছাড়া ফোনটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে।
প্রাপ্ত iQOO U6-এর তথ্যগুলি থেকে বোঝা যায় যে এটি Vivo Y35 5G-এর অনুরূপ হতে পারে। iQOO এখনও তাদের এই স্মার্টফোনটির লঞ্চ এর তারিখটি অফিসিয়ালি জানায় নাই। তবে অনুমান করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে পারে স্মার্টফোনটি।
iQOO U6 সম্পর্কে আরও জানুন . . .
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post Vivo iQOO U6 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে TENAA appeared first on BDPrice.com.bd.
from BDPrice.com.bd https://ift.tt/4WwvqEV
via IFTTT
0 Comments