প্রকাশ হয়েছে Samsung Galaxy F04 এর স্পেক, ডিজাইন এবং লঞ্চের তারিখ।

গত বছর ডিসেম্বর এর ১০ তারিখ এ স্যামসাং তাদের এন্ট্রি লেভেল এর স্মার্টফোন Galaxy M04 লঞ্চ করে। এরই কিছুদিন পরে আবারো গুজব প্রকাশ হলো Galaxy F04 প্রায় সকল তথ্য। ডিসেম্বর এর শেষ সপ্তাহে প্রকাশিত বিভিন্ন ট্রিজার থেকে দেখা যায়, এটি 4 জানুয়ারী লঞ্চ করা হবে। বহুল আলোচিত ও প্রশংসিত ই-কমার্স প্লাটফর্ম Flipkart এ প্রথম Galaxy F04 এর ল্যান্ডিং পেজ সবার সামনে প্রকাশ করে। যেখানে স্মার্টফোনটির স্পেক, ডিজাইন এবং লঞ্চের তারিখ ও সময়ের উল্লেখ রয়েছে।

স্পেসিফিকেশন (Specifications):

Samsung Galaxy F04 Design, Specs and Launch Date Revealed

Flipkart এ স্যামসাং গ্যালাক্সি F04 এর প্রোমো পেজ অনুযায়ী এর বাহ্যিক ডিজাইন পূর্বে লঞ্চ হওয়া M04 এর অনুরুপ। ফোনটি পিছনে স্টাইলিশ গ্লোসি ডিজাইনের সাথে এটি দুটি রঙ (জেড পার্পল এবং ওপাল গ্রিন) থাকবে। স্মার্টফোনটির পিছনের দিকে ২ টা এবং ফ্রন্ট এর দিকে ১ টা ক্যামেরা সেটআপ থাকবে।

Samsung Galaxy F04 Design, Specs and Launch Date Revealed

স্মার্টফোনটিতে একটি 6.5″ এর বিশাল HD+ ডিসপ্লে থাকবে। প্রোমো পেজের তথ্য মতে এই ডিসপ্লে এর ভিউয়িং এক্সপেরিয়েন্স হবে অসাধারণ।

Samsung Galaxy F04 Design, Specs and Launch Date Revealed

RAM বাড়ানোর বৈশিষ্ট্য সহ Galaxy F04-এ 8GB RAM থাকবে। এটি মূলত স্মার্টফোনের সাথে থাকা মেমরি থেকে কিছুটা মেমরি-কে RAM হিসেবে ব্যাবহার করে থাকে। স্মার্টফোনটি প্রকৃতপক্ষে ঠিক কতটা RAM এর সাথে আসবে তা প্রকাশ করে নাই।

Samsung Galaxy F04 Design, Specs and Launch Date Revealed

প্রসেসর বা স্মার্টফোনটির প্রাণকেন্দ্র হিসেবে এতে থাকছে মিডিয়াটেক এর এন্ট্রি লেভেল চিপসেট Helio P35. নুতন অবস্থায় ফোনটিতে এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12. সব থেকে আশ্চর্যজনক বিষয়টি হলো, স্যামসাং তাদের এই ফোনটিতে দুটি ওএস (অ্যান্ড্রয়েড 13 এবং 14) আপগ্রেডের প্রতিশ্রুতি দিয়েছে।

Samsung Galaxy F04 Design, Specs and Launch Date Revealed

ফোনটি এন্ট্রি লেবেল-এর হলেও এর ব্যাটারি এর দিকে কোন কমতি রাখে নাই ব্রান্ডটি। স্মার্টফোনটিতে থাকবে ৫০০০ mAh এর বিশাল এক ব্যাটারি প্যাক। যেটা থেকে বেশ ভালোই ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা যায়।

Flipkart এ Samsung Galaxy F04 এর ট্রিজার অনুযায়ী ফোনটির প্রারম্ভিক মূল্য INR8,000 ($95/€90/৳10,000) এর কম হবে। তবে ফোনটির সকল তথ্য, স্পেক, দাম সম্পর্কে আগামীকাল ০৩ জানুয়ারি ২০২৩, দুপুর ১২টা ৩০মিনিট (বাংলাদেশ সময়) -এ জানতে পারব।

রেডমি K60E সম্পর্কে আরও জানুন . . .

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post প্রকাশ হয়েছে Samsung Galaxy F04 এর স্পেক, ডিজাইন এবং লঞ্চের তারিখ appeared first on BDPrice.com.bd.



from BDPrice.com.bd https://ift.tt/Gi9PU80
via IFTTT