Samsung Galaxy A34 5G এর ইউরোপীয় ভেরিয়েন্টটির স্পেসিফিকেশন Geekbench-এ প্রকাশ পেয়েছে
স্যামসাং তাদের A-সিরিজের নতুন ডিভাইসগুলি 18 জানুয়ারী তাদের একটি লঞ্চ ইভেন্টে উন্মোচন করতে চলেছে। সাধারনত, A-সিরিজ বাজেট-মিডরেঞ্জ থেকে প্রিমিয়াম-মিডরেঞ্জের স্মার্টফোনগুলো গ্রাহকদের অফার করে থাকে। 18 তারিখ এর লঞ্চ ইভেন্টে অন্যান্য ডিভাইসগুলোর মধ্যে A34 5G স্মার্টফোনটিও থাকবে। ইতিমধ্যেই A34 5G এর বাহ্যিক ডিজাইন আন-অফিসিয়ালি প্রকাশ হয়েছে। স্মার্টফোনটির ইউরোপীয় ভেরিয়েন্টটি তার মডেল নম্বর SM-A346B সহ Geekbench-এ প্রকাশ পেয়েছে। Geekbench-এ প্রকাশিত মডেল নম্বরটিই প্রথমবার না, এর আগেও এর কোরিয়ান সংস্করণ তার মডেল নম্বর SM-A346N সহ Geekbench-এ প্রকাশ পেয়েছিল।
বর্তমান এর এই ইউরোপীয় সংস্করণটিতে রয়েছে MT6877/TTZA প্রসেসর। এটি মিডিয়াটেক এর ডাইমেনসিটি 1080 5G অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে ২টি 2.6GHz এর পারফরম্যান্স কোর এবং ৬টি 2.0GHz এর দক্ষতার কোর। এই প্রসেসরটি সহ ইতিমধ্যেই বেশকিছু স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে।
Geekbench এর তথ্যমতে, Galaxy A34 5G ফোনটিতে 6GB RAM থাকবে। তবে অনুমান করা যায় যে ফোনটিতে আরোকিছু RAM এর সংস্করণ থাকবে। এছাড়া ফোনটিতে বেশকিছু স্টোরেজ মেমরি এর সংস্করণ থাকবে। ডিভাইসটিতে থাকবে অ্যান্ড্রয়েড এর সর্বশেষ ওএস অ্যান্ড্রয়েড 13 এবং এর কাস্টম ইউআই হিসেবে থাকবে One UI এর লেটেস্ট সংস্করণ।
Geekbench 5 বেঞ্চমার্ক পরীক্ষায় Galaxy A34 5G ফোনটির একক-কোর স্কোর 786 এবং মাল্টি-কোর স্কোর 2318 পয়েন্ট।
অন্যান্য সোর্স থেকে পাওয়া তথ্যমতে, A34 5G ফোনটিতে একটি 6.5-ইঞ্চি FHD AMOLED ডিসপ্লে প্যানেল থাকবে। ডিসপ্লেটতে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশনের এবং 90Hz রিফ্রেশ রেট সমৃদ্ধ প্যানেল থাকবে।
স্মার্টফোনটির পিছনে একটি LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে যার প্রধান ক্যামেরা থাকবে 48-মেগাপিক্সেল এর। ডিভাইসটির সেলফি ক্যামেরাতে থাকবে 13-মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনটিতে 5000 mAh এর একটি বিশাল পাওয়ার হাউস বা, ব্যাটারি দেওয়া হবে। ব্যাটারিটি চার্জ করতে এর সাথে থাকবে 25W দ্রুত চার্জিং সিস্টেম। এছাড়া এটিতে পূর্ববর্তী মডেলের মতো একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে অনুমান করা যায়।
স্যামসাং তাদের A-সিরিজের নতুন ডিভাইসগুলির স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য জানায় নাই। সঠিক তথ্য জানতে 18 জানুয়ারী এর তাদের লঞ্চ ইভেন্টের জন্য অপেক্ষা করতে হবে।
Samsung Galaxy A34 5G সম্পর্কে আরও জানুন . . .
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
The post Samsung Galaxy A34 5G স্পেসিফিকেশন Geekbench-এ প্রকাশ পেয়েছে appeared first on BDPrice.com.bd.
from BDPrice.com.bd https://ift.tt/n0pPQd6
via IFTTT
0 Comments