মাত্র ৫ মিনিটে বিক্রি হয়েছে Redmi K60 স্মার্টফোনটির ৩ লক্ষ ইউনিট

Xiaomi গত মাসের শেষের দিকে তাদের Redmi K60 সিরিজ উন্মোচন করে। নতুন বছরের প্রথম দিনেই চায়নার বাজারে Redmi K60 সিরিজ এর Xiaomi Redmi K60Xiaomi Redmi K60 Pro ডিভাইস দুটি ফ্ল্যাশ সেল ঘোষণা করে। সামাজিক গণমাধ্যম Weibo এর রিপোর্ট অনুযায়ী Xiaomi এর Redmi K60 ডিভাইসটির প্রথম ফ্ল্যাশ সেল সফল হয়েছে বলে জানা যায়। Xiaomi Weibo-তে একটি ছবি প্রকাশের মাধ্যমে জানিয়েছে যে, মাত্র ৫ মিনিটে Redmi K60 ফোনটির ৩ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। তাদের তথ্য মতে ব্যবহারকারীরা রেডমি কে৬০ ডিভাইসটির 1220p স্ক্রিন, ওয়্যারলেস চার্জিং এবং রেডমি কে৬০ প্রো ডিভাইসটির স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসরের মতো নতুন বৈশিষ্ট্যগুলি পছন্দ করেছেন।

উল্লেখিত বিক্রিত ডিভাইসের সংখ্যা অভাবনীয় মনে হওয়াটাই স্বাভাবিক। কেননা সাধারন গনিতের সমাধান অনুযায়ী বিক্রিত ডিভাইসটির সংখ্যা প্রতি সেকেন্ডে 100টি ইউনিট। যদিও কিনা সংখ্যাটি Xiaomi এর পূর্ববর্তী Redmi K50 সিরিজের বিক্রিত ডিভাইসের তুলনায় কম। ঐ সময় Redmi K50 সিরিজের বিক্রিত ডিভাইসের সর্বমোট সংখ্যা ছিল ৩ লক্ষ ৩০ হাজার।

Xiaomi Redmi K60 সিরিজে তিনটি ফোন রয়েছে, যথা Xiaomi Redmi K60E, Xiaomi Redmi K60 এবং Xiaomi Redmi K60 Pro

Xiaomi Redmi K60E price in Bangladesh

শাওমি রেডমি K60E এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে প্যানেলটি ফুলএইচডি+, ১২০ হার্জ, ডলবি ভিশন সমৃধ্য। ফোনটিতে মিডিয়াটেক এর ৫জি চিপসেট ডাইমেনসিটি ৮২০০ রয়েছে। ফোনটির পিছনে রয়েছে ৪৮+৮+২ মেগাপিক্সেলের ও সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল এর ক্যামেরা। স্মার্টফোনটিতে রয়েছে ৫৫০০ mAh এর ব্যাটারি ও ৬৭ ওয়াট এর ফাস্ট চার্জিং সিস্টেম।

রেডমি K60E সম্পর্কে আরও জানুন . . .

Xiaomi Redmi K60 price in Bangladesh

শাওমি রেডমি K60 এর বহুল আলোচিত ফিচারের মধ্যে রয়েছে ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে প্যানেলটি ১২০ হার্জ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ ও ডলবি ভিশন সমৃধ্য। ফোনটিতে কোয়ালকম এর ৫জি চিপসেট স্নাপড্রাগন ৮+ জেন ১ রয়েছে। স্মার্টফোনটির পিছনে রয়েছে ৬৪+৮+২ মেগাপিক্সেলের ও সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৫৫০০ mAh এর ব্যাটারি ও ৬৭ ওয়াট এর ফাস্ট চার্জিং সিস্টেম। এছাড়া ডিভাইসটিতে আরো রয়েছে ৩০ ওয়াট এর ওয়্যারলেস চার্জিং ব্যাবস্থা।

রেডমি K60 সম্পর্কে আরও জানুন . . .

Xiaomi Redmi K60 Pro price in Bangladesh

শাওমি রেডমি K60 প্রো এর উল্লেখযোগ্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে প্যানেলটি ফুলএইচডি+, HDR10+, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ডলবি ভিশন সমৃধ্য। ফোনটিতে কোয়ালকম এর ৫জি চিপসেট স্নাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর রয়েছে। ফোনটির পিছনে রয়েছে ৫৪+৮+২ মেগাপিক্সেলের ও সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা। স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ mAh এর ব্যাটারি ও ১২০ ওয়াট এর সুপার ফাস্ট চার্জিং সিস্টেম। এছাড়া আরো রয়েছে ৩০ ওয়াট এর ওয়্যারলেস চার্জিং ব্যাবস্থা।

রেডমি K60 প্রো সম্পর্কে আরও জানুন . . .

রেডমি K60 এর সর্বমোট বিক্রিত ডিভাইসের সংখ্যা পূর্বের রেকর্ডকে ভেঙ্গে দিবে কিনা টা কেবল সময়ই বলে দিবে। GSMArena এর প্রকাশিত একটি পোল/ভোট অনুযায়ী K60 সিরিজের শুধুমাত্র K60 Pro ফোনটিই সব দিক থেকে মানানসই।

BD Price info:

With this intention, All of our product data collection sources are the Internet. Our team shared all kinds of reviews, details, and prices in Bangladesh have been collected from various websites on the Internet. We have tried to present the information to you through verification and selection from the internet. We sincerely apologize for any inconvenience this may cause. Before buying any product, you should check and choose well.

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post মাত্র ৫ মিনিটে Redmi K60 ফোনটির ৩ লক্ষ ইউনিট বিক্রি appeared first on BDPrice.com.bd.



from BDPrice.com.bd https://ift.tt/uLpHTCZ
via IFTTT