Realme GT Neo 5 এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে Geekbench

Realme GT Neo 5 এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে Geekbench

রিয়েলমি তাদের GT সিরিজের নতুন একটি স্মার্টফোন Realme GT Neo 5 লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে বহুল প্রশংসিত মাধ্যম থেকে ফোনটির অন্যান্য তথ্য সম্পর্কে অনেক গুজব প্রকাশ পেয়েছে। এর মধ্যে TENAA এর প্রকাশিত তথ্যগুলো বেশিই আলোচিত হয়েছে। GT Neo 5 শীঘ্রই চীনা বাজারে লঞ্চ হতে চলেছে। তবে এর আনুষ্ঠানিক ঘোষণার আগে, কোম্পানির আসন্ন স্মার্টফোনটিকে GeekBench তালিকায় দেখা গেছে। এর মাধ্যমে স্মার্টফোন সম্পর্কে কিছু প্রধান বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।

স্মার্টফোনটি তার মডেল নম্বর RMX3708 সহ Geekbench-এ প্রকাশ পেয়েছে। Geekbench-এ প্রকাশিত মডেল নম্বরটিই Geekbench এ প্রথমবার না, এর আগেও মডেল নম্বরটি RMX3708 TENAA-এ প্রকাশ পেয়েছিল।

Realme has revealed the GT Neo 5 specifications on the Geekbench certification platform. Realme GT Neo 5 এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে Geekbench সার্টিফিকেশন প্লাটফর্মে।

স্পেসিফিকেশন (Specifications):

বর্তমান এর এই সংস্করণটিতে রয়েছে Qualcomm SM8475 Snapdragon 8+ Gen 1 প্রসেসর। এটি কোয়ালকম এর অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে ১টি 3.00GHz এর পারফরম্যান্স কোর, ৩টি 2.50GHz এর পারফরম্যান্স কোর এবং ৪টি 1.80GHz এর দক্ষতার কোর। এতে রয়েছে Adreno 730 জিপিইউ। এই প্রসেসরটি সহ ইতিমধ্যেই বেশকিছু স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে।

Geekbench এর তথ্যমতে, GT Neo 5 ফোনটিতে 16GB RAM থাকবে। তবে অনুমান করা যায় যে ফোনটিতে আরোকিছু RAM এর সংস্করণ (8GB এবং 12GB RAM) থাকবে। এছাড়া ফোনটিতে বেশকিছু স্টোরেজ মেমরি এর সংস্করণ থাকবে। ডিভাইসটিতে থাকবে অ্যান্ড্রয়েড এর সর্বশেষ ওএস অ্যান্ড্রয়েড 13 এবং এর কাস্টম ইউআই হিসেবে থাকবে Realme UI এর লেটেস্ট সংস্করণ।

Geekbench 5 বেঞ্চমার্ক পরীক্ষায় GT Neo 5 ফোনটির একক-কোর (Single-Core) স্কোর 1280 এবং মাল্টি-কোর (Multi-Core) স্কোর 3918 পয়েন্ট।

পূর্বে TENAA এর প্রকাশিত RMX3708 টির সাথে RMX3706 মডেল নম্বরটিও প্রকাশ পেয়েছিল। উক্ত প্রকাশিত তথ্যমতে ফোনটিতে রয়েছে 6.74 ইঞ্চি, 2772 x 1240 পিক্সেল AMOLED ডিসপ্লে প্যানেল। স্মার্টফোনটির পুরুত্ব 8.9mm এবং এদের ওজন 199 গ্রাম।

ফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরা সহ 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল এর ত্রিপল ক্যামেরা সেটআপ মডিউল। ফোনটির সামনের দিকে থাকছে 16 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।

RMX3708 মডেলটির রেটেড ব্যাটারির ক্ষমতা 2225 mAh ও সাধারণ ব্যাটারির ক্ষমতা 4450 mAh. Realme GT Neo 5 ফোনটি এর একটি ভার্সন 150W এবং অন্য ভার্সনটি 240W চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। এছাড়াও ফোনটিতে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5G সংযোগ এবং IR ব্লাস্টার সেন্সর।

Realme GT Neo5 সম্পর্কে আরও জানুন . . .

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post Realme GT Neo 5 এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে Geekbench appeared first on BDPrice.com.bd.



from BDPrice.com.bd https://ift.tt/BrGxHvo
via IFTTT

Post a Comment

0 Comments