iQOO Neo7 ভারতে লঞ্চ হতে যাচ্ছে 16 ফেব্রুয়ারি

16 ফেব্রুয়ারি iQOO Neo7 ভারতে লঞ্চ হতে যাচ্ছে

২০২২ এর অক্টোবর মাসে iQOO Neo7 স্মার্টফোনটি চায়নাতে প্রথম লঞ্চ হয়। চায়নাতে Dimensity 9000+ চিপসেটের সাথে স্মার্টফোনটি ঘোষণা করা হয়েছিল। তখন থেকে এই সিরিজের Neo7, Neo7 SE version এবং Neo7 Racing variant তিনটি ফোন লঞ্চ হয়। তবে লঞ্চের পর থেকে এগুলো লঞ্চ হয়েছিল শুধু চায়নাতেই, চীনের বাইরে প্রকাশ করে নি ভিবো। ভিবো ইন্ডিয়া রেকর্ডটি ব্রেক করতে চলেছে, 16 ফেব্রুয়ারি iQOO Neo7 ভারতে লঞ্চ হতে যাচ্ছে। এই সিরিজের তিনটি স্মার্টফোনেই একই ডিজাইন, স্ক্রিন, ব্যাটারির ক্ষমতা এবং দ্রুত চার্জিং রয়েছে।

স্পেসিফিকেশন (Specifications):

ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চি AMOLED ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16M রঙ সমর্থিত পাঞ্চ হোল ডিসপ্লে, 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন, যার পিপিআই 388। সামনের দিকে কাচ এবং পিছনে প্লাস্টিকের উপাদান দিয়ে তৈরি, মোবাইলটির উচ্চতা 164.8 মিমি, চওড়া 76.9 মিমি, পুরুত্ব 8.5 মিমি এবং ওজন 197 গ্রাম / 202 গ্রাম।

স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13। এতে রয়েছে MediaTek Dimensity 9000+ (4 nm) পাওয়ারফুল 5G প্রসেসর, সিপিইউ-টিতে থাকছে আটটি পাওয়ারফুল কোর যার ১টি 3.2GHz আলট্রা পারফরম্যান্স কোর, ৩টি 2.85GHz সুপার পারফরম্যান্স কোর এবং ৪টি 1.80GHz আলট্রা দক্ষতা কোর। ব্রান্ডটি ফোনটিকে 8GB/128GB, 8GB/256GB, 12GB/256GB এবং 12GB/512GB এর 4টি ভেরিয়েন্টে লঞ্চ করেছে।

স্মার্টফোনটির পিছনে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ মডিউল। ক্যামেরা মডিউলটিতে থাকছে ৫০ মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরা, দ্বিতীয়টি হলো 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং শেষটি হলো 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ফোনটির সামনের দিকে থাকছে 16 মেগাপিক্সেল এর ফ্রন্ট সেলফি ক্যামেরা।

মোবাইলটিতে একটি Li-Po 5000 mAh এর বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই পাওয়ারফুল ব্যাটারিটি রিচার্জ করার জন্য রয়েছে 120W ফাস্ট চার্জিং ব্যাবস্থা। যার মাধ্যমে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে প্রায় 19 মিনিট।

চায়নার বাজারে ফোনটির মুল্য ¥2699 যা বাংলাদেশে প্রায় ৪৫,০০০ টাকা। তবে ১৬ই ফেব্রুয়ারীর লঞ্চ ইভেন্টের পরেই সঠিক ভাবে জানা যাবে ভারতের বাজারে ফোনটির মুল্য সম্পর্কে।

iQOO Neo7 সম্পর্কে আরও জানুন . . .

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

The post iQOO Neo7 ভারতে লঞ্চ হতে যাচ্ছে 16 ফেব্রুয়ারি appeared first on BDPrice.com.bd.



from BDPrice.com.bd https://ift.tt/bmvZIx9
via IFTTT

Post a Comment

0 Comments