General Knowledge MCQ for jobs preparation

General Knowledge MCQ for jobs preparation 

সাধারণ জ্ঞান মডেল টেস্ট ( সাম্প্রতিক বিষয়ের আলোকে) দিয়ে ফেলুন চটপট। বুঝতে পারবেন আপনি কতদূর জানেন। বিভিন্ন প্রতিজোগিতা মূলক পরীক্ষায় আসার মত কিছু প্রশ্ন আপনাদের জন্য। চটপট উত্তর করুন আর কমেন্ট করুন।



২০- করোনাভাইরাস বিশ্বজুড়ে কতজন মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দেবে বলে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম আশঙ্কা প্রকাশ করেছেন?

ক. ২ কোটি     খ. ১৫ কোটি

গ. ৪৫ কোটি    ঘ. ৫০ কোটি

১৯- আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাম্প্রতিক তথ্য মতে, বিশ্বের শ্রমশক্তির কত শতাংশ বেকার বা কর্মহীন?

ক. ২৫ শতাংশ   খ. ৩৭ শতাংশ

গ. ৭৩ শতাংশ   ঘ. ৮১ শতাংশ

১৮- করোনাভাইরাসের কারণে বিখ্যাত কোন পুরস্কার স্থগিত করা হয়েছে?

ক. বাংলা একাডেমি পুরস্কার

খ. স্বাধীনতা পুরস্কার

গ. অ্যাবেল পুরস্কার

ঘ. পুলিত্জার পুরস্কার

১৭- নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো কবে এই সংক্রমণে কোনো মৃত্যু ছাড়াই একটি দিন পার করেছে চীন?

ক. ২৭ মার্চ     খ. ১ এপ্রিল

গ. ৬ এপ্রিল    ঘ. ১০ এপ্রিল

১৬- ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কে?

ক. স্যার কিয়ের স্টারমার

খ. জেরেমি করবিন

গ. উইলিয়াম ডগলার

ঘ. স্যার উইলিয়াম স্টারমার

১৫-  করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে শীর্ষে আছে কোন দেশ?

ক. যু্ক্তরাষ্ট্র খ. চীন

গ. ইতালি ঘ. ফ্রান্স

১৪-  দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশে করোনা রোগী প্রথম শনাক্ত হয়?

ক. ভারত খ. মালয়েশিয়া

গ. শ্রীলঙ্কা ঘ. নেপাল

১৩-  বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) কে?

ক. জাবেদ পাটোওয়ারী

খ. বেনজীর আহমেদ

গ. এ কে এম শহিদুল হক

ঘ. হাসান মাহমুদ খন্দকার

১২-  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের ফাঁসি কবে কার্যকর হয়?

ক. ১৩ এপ্রিল   খ. ১২ এপ্রিল

গ. ৭ এপ্রিল    ঘ. ২৫ মার্চ

১১-  বাংলাদেশের সংসদের ইতিহাসে সংক্ষিপ্ততম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?

ক. ২ জানুয়ারি ১৯৮৭

খ. ২৫ এপ্রিল ১৯৯৬

গ. ১৮ এপ্রিল ২০২০

ঘ. ২৭ মার্চ ২০২০

১০-  উইজডেনের ২০১৯ সালে মেয়েদের ‘লিডিং ক্রিকেটার’ মনোনীত হয়েছেন—

ক. মিগনন দ্যু প্রিজ

খ. এলিস পেরি

গ. সানা মির

ঘ. সিসিলিয়া জয়াস

উত্তর-

 ১০. খ ১১. ক ১২.গ ১৩. খ ১৪. ঘ ১৫  ক ১৭.গ ১৮. ঘ ১৯. ঘ ২০. ঘ

For regular update please stay with our site. Thanks you.

Post a Comment

0 Comments