Diaspora paragraph for all class বাংলা অর্থসহ প্যারাগ্রাফ


Diaspora Paragraph 

Diaspora is a term by which we understand those people who leave their homelands,and settle in other parts of the world.it is either because they are forced to do so or because they are willingly leave their homeland .in the history of human civilization , we find numerous events of diaspora.
the jews were the first diaspora in the history mankind.their ancestor abraham was forced to leave iraq and took shelter in egypt. in egypt, he was a diaspora.then his offspring jews were forced to leave egypt and settled themselves in palestine. there they were diasporas. later,many of them were forced to leave palestine during the islamic era.these jews became diasporas in europe and then in america .coming from the central europe,the aryans settled in the indian sub-continent.Here the Aryans were also diasporas although the cause of their migration is unknown.in the twentieth century, after the world war-II the jews started gathering in palestine.with the help of western power,they formed a jew land in palestine named israel.the palestinians are now forced to leave their homeland.they are becoming diasporas in different countries of the world. the political turmoil in the middle east, which includes places like syria,libya and iraq, is driving these people into europe and also many other countries.A lot of people have became diasporas in africa ,too,over the centuries.most of the reasons behind it are ravages of nature.However ,now the main reason of diaspora is globalization.

Diaspora meaning (bangla)

‘ অভিবাসন ‘ একটি পরিভাষা যা দ্বারা আমরা সেসব মানুষ কে বুঝি যারা তাদের দেশ ত্যাগ করে এবং বিশ্বের অন্য অংশে গিয়ে বসতি স্থাপন করেছে। এর কারন হয় তারা যেতে বাধ্য হয়েছে আর না হয় তারা নিজেরা দেশ ত্যাগ করেছে। মানব সভ্যতার ইতিহাসে ,আমরা অভিবাসী হওয়ার অসংখ্য ঘটনা দেখতে পাওয়া যায়। ইহুদিরা মানব্জাতির ইতিহাসে প্রথম অভিবাসী হয়েছিল। তাদের পূর্ব পুরুষ আব্রাহাম ইরাক ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং মিশরে আশ্রয় গ্রহন করেছিলেন । মিশরে তিনি অভিবাসী ছিলেন। তারপর তার উত্তরসূরি ইহুদীরা মিশর ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং ফিলিস্তিনে বসতি স্থাপন করেন। ফিলিস্তিনে তারা ছিল অভিবাসী। পরবর্তীকালে ইসলামী যুগে তাদের অনেকেই ফিলিস্তিন ত্যাগ করতে বাধ্য হয়েছিল । এসব ইহুদি ইউরোপ এবং পরে আমেরিকা তে অভিবাসী হয়। মধ্য ইউরোপ থেকে আর্য রা ভারত উপমহাদেশে বসতি স্থাপন করেছিল। এখানে আর্যরা ও অভিবাসী ছিল। বিংশ শতকে , দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদীরা ফিলিস্তিনে জমায়েত হতে শুরু করে। পশ্চিমা শক্তির সহায়তায় ,তারা ফিলিস্তিনে ইসরায়েল নামে একটি ইহুদি রাষ্ট্র গঠন করে। ফিলিস্তিন রা এখন নিজের দেশ ত্যাগ করে তারা বিভিন্ন দেশে অভিবাসী হতে বাধ্য হচ্ছে । মধ্য প্রাচ্যের অস্থিরতার সাথে জড়িত সিরিয়া, লিবিয়া, এবং ইরাক , বহু লোক কে ইউরোপ ও অন্যান্য দেশে অভিবাসী হতে তাড়িত করছে । পুরো শতক জুড়েই অনেক মানুষ আফ্রিকা তে অভিবাসী হয়েছে যার কারন গুলো্র অধিকাংশই হলো প্রাকৃতিক ভয়াবহতা। কিন্তু এখন অভিবাসী হওয়ার অন্যতম কারন বিশ্বায়ন।

Post a Comment

0 Comments