Free dslr mode of your picture using no camera

Free dslr mode of your picture using no camera.

আপনি কি চাচ্ছেন আপনার ছবিটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হোক কিন্তু আপনার  dslr camera নেই।তাহলে কি করে করবেন? আজ আপনাদের সুবিধার জন্য dslr camera না থাকলেও হুবহু ঐ রকম ছবি বানানোর মতো আইডিয়া সেয়ার করতে যাচ্ছি।

No dslr use free dslr mode in your picture.

বর্তমানে প্রযুক্তি ব্যবহার এতো এগিয়েছে যার ফলে ক্যামেরা ছারাই dslr মুড ছবি করা যায়।



যেভাবে করবেন dslr ছারাই ছবি করে নিবেন dslr mod

  • প্রথমে আপনাকে যে কোন Browser ওপেন করে www.google.com এ যেতে হবে।
  • লিখুন www.remove.bg এন্টার দিয়ে সার্চ করুন
  • আপলোড এ পিকচার অপশনে চাপ দিন
  •  আপনার গ্যালারি বা কম্পিউটার থেকে ছবি নির্বাচন করুন আপলোড দিন। 
  • নেটওয়ার্ক যত ভালো হবে তত দ্রুত আপলোড হবে। 
  • এডিট অপশনে চাপ দিন এবার ইচ্ছে মতো নির্বাচন করুন যেটা ভালো লাগে।
  • চাইলে বিলার টাও এডজাস্ট করে নিতে পাবেন। সবশেষ ডাউনলোড অপশনে চাপ দিন 
  • আপনার ছবিটা ডিএসএলআর ক্যামেরা চারাই মাত্র ২ মিনিটে হয়ে গেলো ডিএসএলআর মুড।

Post a Comment

0 Comments